নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:
খুলনা: নিজেদের শটগানের গুলিতে নিহত হয়েছেন সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা মোল্লা জালালউদ্দিনের পুত্রবধূ রাব্বি সুলতানা লিপি।

 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর পুলিশ লাইন ইস্ট লেনে নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

সাবেক এমপি মোল্লা জালালউদ্দিনের বরাত দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার জাহাঙ্গীর হোসেন জানান, নিজেদের লাইসেন্সকৃত শটগান দিয়ে অসাবধানতাবশত গুলি বের হলে তা তার পুত্রবধূর মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত লিপির স্বামী হেলাল উদ্দিন হজ পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। শটগানটি মোল্লা জালালউদ্দিনের ভাতিজা হেদায়েতের কাছে থাকা অবস্থায় গুলি বের হয়। ঘটনার পর থেকে মোল্লা জালালউদ্দিনের ভাতিজা হেদায়েত পলাতক রয়েছেন। গুলিবর্ষণের সময় মোল্লা জালাল উদ্দিন বাড়িতেই ছিলেন।

নিউজবাংলা/একে