নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে অবৈধ,ছিনতাই ও প্রতারণা প্রতিরোধ করা লক্ষে বিকাশ এজেন্ডদের সঙ্গে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেনের মতবিনিময় সভা গতকাল বুধবার দুপুরে থানা কম্পাউডে অনুষ্ঠিত হয়।

অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বক্তব্য বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে অবৈধ,ছিনতাই ও প্রতারণার স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশ্বনাথ উপজেলা প্রবাসী অধুষ্যিত এলাকা হওয়ায় এখানে প্রতিদিন লাখ লাখ টাকা বিকাশের মাধ্যমে লেনদেন হয়। যাতে এলাকার মানুষ প্রতারণার স্বীকার না হন সেজন্য বিকাশ এজেন্ডদের সজাগ থাকার আহবান জানান। এতে এলাকাবাসী অপকৃত হবেন।
তিনি বলেন, বিকাশের মাধ্যমে যদি বড় অংকের টাকা কেউ লেনদেন করে তার ছবি কিংবা সঠিক পরিচত বিকাশ এজেন্ডদের কাছে রাখার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন, থানার এস আই তোফাজ্জুল হোসেন, সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ বিকাশ এজেন্ডের সুপারভাইজার সাজু আহমদ, বিশ্বনাথ বিকাশ এজেন্ড অধীন রায় চৌধুরী, বাবুল মিয়া, সমর বৈদ্য, সুমন মিয়া, বিমল দাস, ফয়ছল আহমদ, সজমিত বৈদ্য, জাহাঙ্গীর আহমদ, বাদল দেব। এসময় বেশ কয়েকজন বিশ্বনাথ বিকাশ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

নিউজবাংলা/একে