গরুর মাংস খাওয়ার “অপরাধে” এমপিকে হেনস্থা
নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:
ঢাকা: অনুষ্ঠানের খাদ্য তালিকায় গরুর মাংস রাখার ‘অপরাধে’ জম্মু-কাশ্মীর বিধানসভায় বিজেপি বিধায়করা আজ যারপরনাই হেনস্থা করেছেন এক নির্দল বিধায়ককে।
বিধানসভার মধ্যেই পাঞ্জাবির কলার ধরে তাঁকে টানাহ্যাঁচড়ার পর ঘাড় ধাক্কা দেওয়া হয়। তাতেও ক্ষোভ না মিটলে বেধড়ক পেটাতে থাকে ওই বিধায়ককে।
গত কাল জম্মু-কাশ্মীর বিধানসভার নির্দল বিধায়ক প্রকৌশলী রশিদ তাঁর দেওয়া পার্টির মেনুতে গরুর মাংস রেখেছিলেন। সেই মেনুর কথা রটে যেতে সময় লাগেনি!
ফলে, আজ সকালে বিধায়ক প্রকৌশলী রশিদ বিধানসভায় ঢুকতেই তাঁর ওপর চড়াও হন বিজেপি বিধায়করা। একেবারে জোট বেঁধে! তারপর বেশ কিছু ক্ষণ ধরে বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যেই চলে তাণ্ডব। নির্দল বিধায়ককে টানাহ্যাঁচড়া, ধাক্কাধাক্কি, গালিগালাজ, মারধর।
নিগৃহীত নির্দল বিধায়ক রশিদ ওই ঘটনায় স্পিকারের হস্তক্ষেপ ও জড়িত বিজেপি বিধায়কদের শাস্তির দাবি জানিয়েছেন।
আলাপ-আলোচনা করতে আসি। কাউকে পেটাতে আসি না আমরা বিধানসভায়! আমাদের ধর্মে (ইসলাম) মদ্যপানকে অমার্জনীয় অপরাধ বলে ধরা হয়। তাই বলে কি যে সব বিধায়ক বাড়িতে মদ্যপান করেন, তাঁদের ধরে আমরা পেটাব? আমাদের ধর্মের অনুশাসন তো আর আমরা অন্যদের ওপর চাপাতে পারি না। ঠিক তেমনই, অন্যরাও তাঁদের ইচ্ছা-অনিচ্ছাগুলোকে আমাদের ওপর চাপিয়ে দিতে পারেন কি?’’
জম্মু-কাশ্মীরে গো-মাংস খাওয়াটা আইনত, নিষিদ্ধ। বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স ও নির্দল বিধায়করা চাইছেন, এই আইনকে বাতিল ঘোষণা করা হোক।
নিউজবাংলা/একে