নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:
ঢাকা: সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরপশ্চিমাঞ্চলে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জনের বেশি।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
জঙ্গি দমনে রাশিয়া ও সিরিয়ার যৌথ সামরিক অভিযানের পর এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আলেপ্পো থেকে ৫ কিলোমিটার উত্তরে রায়তান শহরে এ ঘটনা ঘটে। বোমা হামলার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
তবে এখনও কোনো দল হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ায় গত চার বছরে সন্ত্রাসী হামলায় প্রায় আড়াই লাখ মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে।

নিউজবাংলা/একে