নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:
ঢাকা: সবচেয়ে উঁচ গাড়ি বানিয়ে দ্বিতীয়বারের মতো গিনেস বুকে নাম লেখাতে চান এক ভারতীয়। এই টার্গেটকে সমানে

রেখে কাজেও নেমে পড়েছেন ভারতের গাড়ি নকশাকার সুধাকর যাদব। তিনি মনে করছেন, এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু গাড়ি।

এর আগে তিন চাকার সবচেয়ে উঁচু গাড়ি বানিয়ে প্রথম গিনেস বুকে নাম লেখান সুধাকর যাদব।

১৯২২ ফোর্ড টাওরার মডেলের স্থির গাড়িটির উচ্চতা হবে ২৬ ফুট (৮ মিটার)। এটি লন্ডনের ডাবলডেকার বাসের চেয়ে দ্বিগুণ উঁচু।

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদে নিজের একটি গাড়ির শোরুম আছে যাদবের সেখানেই ‘হাস্কি’ মডেলের এই গাড়িটি প্রদর্শিত হচ্ছে।

নিউজবাংলা/একে