নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:
ঢাকা: শাকিব খানকে এর আগে দর্শক পর্দায় বিভিন্ন রূপেই দেখেছেন। কিন্তু এ এক ভিন্ন শাকিব খান। সেটা গেটআপ, লুক সবদিক থেকেই। এ শাকিব খানকে দর্শক পর্দায় এর আগে কখনও দেখেননি।

আজ রাতে প্রকাশিত হয়েছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ এর ফার্স্ট লুক। আর এখানেই দর্শক এক নতুন শাকিব খানকে দেখতে পাবে।
শাকিব-জয়া ছাড়া এই ছবিতে আরো অভিনয় করেছেন ইমন ও মৌসুমি হামিদ। ছবির পাঁচটি গানই লিখেছেন কবির বকুল। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন ও কৌশিক হোসেন তাপস। গানে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা, কনা, তাসিফ, আসিফ আকবর, খেয়া ও সাব্বির।
প্রথম পর্বের মতো এ পর্বের চিত্রনাট্যও লিখেছেন রুম্মান রশীদ খান। ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত ছবিটি এ বছরের ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম সিক্যুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ঈদুল আজহায়।

নিউজবাংলা/একে