নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:
ঢাকা: পনেরটি চেক প্রতারণা মামলায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরু মিয়া এ নির্দেশ দেন।
এ মামলায় বাদীর আইনজীবী এআর খান আসামির বিরুদ্ধে এই পরোয়ানা জারির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৭৫ লাখ টাকার ১৫টি চেক ডিজঅনার হওয়ায় গত ২১ মে জনৈক ব্যবসায়ী রাশেদ আহমেদ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে এ মামলাগুলো দায়ের করেছিলেন।
এ মামলায় বিচারক প্রথমে আসামিদের প্রতি সমন জারি করেছিলেন। সমন পেয়ে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান
বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
কিন্তু চেয়ারম্যান হারুন অর রশিদ আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষে আবেদনক্রমে বিচারক মোহাম্মদ নুরু মিয়া তাকে গ্রেপ্তারের জন্য এ পরোয়ানা জারি করেন।

নিউজবাংলা/একে