নিউজবাংলা: ১৬ জুলাই, বৃহস্পতিবার :

ঢাকা: দেশে ফের ২৫ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ।

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং রফতানি আয়ে প্রবৃদ্ধি বজায় থাকায় রিজার্ভ বাড়ছে বলে কেন্দ্রিয় ব্যাংক কর্মকর্তারা মনে করছেন।

এর আগে ২৫ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলেও গত ৭ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) পরিশোধের পর রিজার্ভ ২৪ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসে। এরপর আজ মঙ্গলবার আবার তা ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান রিজার্ভ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাসসকে বলেন, প্রতিবছর ঈদের সময় প্রবাসীরা তাদের স্বজনদের কাছে বেশি রেমিটেন্স পাঠিয়ে থাকে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি রফতানি আয়ে প্রবৃদ্ধি অব্যাহত থাকায় রিজার্ভ বাড়ছে।

 

নিউজবাংলা/একে