নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার

মিজান বাবু , নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি:

 ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন করেছে।

নগরকান্দা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়কে শোক র‌্যালি ও উপজেলা চত্ত্বরে রক্তদান কর্মসুচি পালন এবং সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, নগরকান্দা থানা ওসি (তদন্ত) নাজমুল হাসান, সরকারি নগরকান্দা কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, নগরকান্দা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান বাবু প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের পরে প্রশিক্ষিত বেকার যুবকদের মাঝে সার্টিফিকেট ও শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বিকালে ভিডিও চিত্র প্রদর্শন, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচিতে উপজেলার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত সকল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

নিউজবাংলা/একে