জাবিতে র্যাগিংয়ের নামে পেটানোর ঘটনা তদন্তে কমিটি
নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:
জাবি: র্যাগিংয়ের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে গভীর রাতে ডেকে নিয়ে মারধর করার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই তদন্ত কমিটি গঠন করে মওলানা ভাসানী হল প্রশাসন।
এছাড়া ঘটনার রাতে মাওলানা ভাসানী হলে কর্তব্যরত গার্ড, সিটবয়সহ সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম। অপর দুই সদস্য হলেন- সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক তরিকুল ইসলাম ও ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রভাষক আলমগীর হোসেন ভুইয়া।
মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা হলের গণরুমের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের কোনো তথ্য প্রদান করেনি। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।’
এদিকে মারধরের শিকার শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন। নির্যাতনের ঘটনা কাদের মাধ্যমে গণমাধ্যমে এসেছে তা খুঁজে বের করতে গতকাল রাতেও নতুন শিক্ষার্থীদের ডাকা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, র্যাগিংয়ের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে সোমবার গভীর রাতে ডেকে নিয়ে বেদম মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। কয়েকজনকে লোহার রড ও স্ট্যাম্প দিয়ে পেটানো হয়। গুরুতর আঘাতের কারণে দুজনকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নেয়া হয় গভীর রাতে। নির্যাতনের কথা কাউকে না বলতে নানাভাবে ভয়-ভীতিও দেখান ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা।
নিউজবাংলা/একে