নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বাসাইল উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের নেতৃত্বে সকাল ৯ টায় শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ স্থানীয় লোকজন অংশ গ্রহণ করে।   র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, চলচিত্র প্রদশর্নী, পুরস্কার বিতরনী অনুষ্ঠান এবং মসজিদ ও ধর্মীয় উপসানালয় গুলোতে বিশেষ দোয়া ও পার্থনার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক সফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ নাজমুল আহসান প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মুজিবুল আহসান, বাসাইল প্রেসক্লাব সম্পাদক মাহমুদুল হাসান সহ অন্যরা। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভির্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয় বিভিন্ন স্পট পরিদর্শন করেন।

নিউজবাংলা/একে