নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:

মো: শাবিব হোসেন, রাজশাহী:

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগরের কুমারপাড়ার আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রথমে সকাল ৯টায় কুমারপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে নেতাকর্মীরা। পরে মহানগর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহীন আখতার রেনী, সহ-সভাপতি মীর ইকবাল ও নওশের আলী, সাবেক সহ-সভাপতি রফিক উদ্দিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রাজিবসহ অনেকে। পরে দলীয় কার্যালয় থেকে একটি শোক পদযাত্রা বের করা হয়। এটি মহানগরের সাহেব বাজার মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে, মহানগরের লক্ষীপুরে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি, নারী সংসদ সদস্য আকতার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া, শোক দিবস উপলক্ষে সকাল থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। প্রতিটি ওয়ার্ডে চলছে পবিত্র কোরআন তেলাওয়াত। দুপুরে রয়েছে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ। এছাড়া, দিবসটি পালনে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে- শোক পদযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, রক্তদান কর্মসূচি, আলোকচিত্র প্রদর্শনী ও সভা ইত্যাদি। অপরদিকে, আলাদাভাবে জাতীয় শোক দিবস পালন করছে রাজশাহী জেলা প্রশাসন। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। সকালে কোর্ট শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পপস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা, ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। সকাল থেকে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় ও জেলা শিশু একাডেমিতে দিবসের ওপর কবিতা পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা এবং মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। বাদ জোহর মহানগরের সব মসজিদে বিশেষ মোনাজাত করা হবে। সন্ধ্যায় গণযোগাযোগ অধিদপ্তর মহানগরের লক্ষীপুর মোড়ে বঙ্গবন্ধুর জীবনের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করবে। এছাড়াও ‘বাংলাদেশ বেতার রাজশাহী’ দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। রাজশাহীর বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকাসমূহ শনিবার বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় পালন করা হচ্ছে জাতীয় শোক দিবস। দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় উপাচার্য প্রফেসর ড. মিজানুদ্দিন ও উপ-উপাচার্য সারওয়ার জাহান সজলের নেতৃত্বে কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ অন্যান্য আবাসিক হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সেখানে পুষ্পস্তবক অর্পণ করে। দিবসের কর্মসূচিতে আরও আছে বাদ জোহর রাবি কেন্দ্রীয় মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিল।

 নিউজবাংলা/একে