নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:

মোঃ রুহুল আমীন, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় জাতি ধর্ম বর্ণ র্নিবিশেষে সকল শ্রেনীর মানুষ পালন করছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

 

দিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে গতকাল সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে র‌্যালিটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। শোক র‌্যালিটি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ আব্দুল লতিফ খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি আক্কাশ আলী, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক আফসার আলী প্রাং, শ্রমিকলীগ সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক সরদার শোয়েব, যুবলীগ সভাপতি আবু উজ্জল সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আত্রাই প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল মজিদ মল্লিক, সাংবাদিক মোঃ রুহুল আমীন প্রমুখ। সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, রচনা ও চিত্রাংন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ১১জন যুবক ও যুব মহিলাকে ঋনের ৩লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নিউজবাংলা/একে