নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:

ঢাকা: শুটিং সেটে তারকাদের আহত হওয়ার খবর নতুন নয়। শনিবার ‘ফ্যান’ ছবির শুটিংয়ের সময় আহত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এর আগে ‘ডন টু’ ছবির শুটিংয়ে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন তিনি।

গতকাল টুইটারে এক পোস্টে নতুন সিনেমা ‘ফ্যান’-এর শুটিংয়ে আহত হওয়ার কথা জানান শাহরুখ। তিনি লেখেন-  “দীর্ঘ দিন, ইনজুরি, কঠিন শুটিং।”

উদ্যমী অভিনেতা শাহরুখ এও জানান, এসব চোট তাকে থামাতে পারবে না।

প্রসঙ্গত, ‘ফ্যান’ সিনেমায় শাহরুখ অভিনয় করছেন দুটি চরিত্রে- এর মধ্যে একটি সুপারস্টার শাহরুখ ও অন্যটি শাহরুখভক্ত সাধারণ এক যুবকের। ছবিটি পরিচালনা করছেন ‘ব্যান্ড বাজা বারাত’খ্যাত নির্মাতা মনীশ শর্মা। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী বছরের ১৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা।

 

 

নিউজবাংলা/একে