নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:

ঢাকা: না একথা আমরা বলছি না। একথা বলছেন স্বয়ং ক্যাটরিনা কাইফ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রণবীরের সঙ্গে তিনি যখনই বিয়ে করুন না কেন সালমান খান সেই বিয়ের অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন।

 

 

জনপ্রিয় একটি পত্রিকার সাক্ষাৎকারের সময় যখন সাংবাদিক প্রশ্ন করেন ক্যাটরিনাকে যে তিনি বিয়েতে তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড সালমান খানকে আমন্ত্রণ জানাবেন কি না, তখন তিনি বলেন, “আমাদের দুজনের মধ্যে কারও একজনের বিয়ে হলেই অপরজন তার বিয়েতে উপস্থিত থাকবে।”

ক্যাটরিনাকে সালমানের সাম্প্রতিক ছবি বজরঙ্গী ভাইজান ছবির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি এখনও ছবিটি দেখিনি। কিন্তু আমার অবশ্যই দেখা উচিত। এক থা টাইগার -এ ওকে একদম অন্যরকমভাবে দেখানো হয়েছিল। আর বজরঙ্গী ভাইজান-এর মধ্যমে কবিরের ছবি তৈরির স্টাইলটা ফুটে উঠেছে।”

ক্যাটরিনা আরও বলেন, সালমান অনবদ্য, ওর ভিতরের শিশুসুলভ গুনের জন্য ওর সঙ্গে কাজ করাটা খুব মজার। দীর্ঘদিন ধরে সালমান এবং ক্যাটরিনা একে এপরকে ডেট করছিলেন। কিন্তু পরে দুজনে সহমত হয়ে এই সম্পর্কে ইতি টানেন। সালমানের পর রণবীরকে ডেট করতে শুরু করেন ক্যাটরিনা। সূত্র- ওয়ান ইন্ডিয়া।

 

নিউজবাংলা/একে