আশুলিয়ায় তরুনীকে গণ ধর্ষণ: গ্রেফতার ৪
নিউজবাং লা: ১৭ আগস্ট, সোমবার:
আশুলিয়া প্রতিনিধি:
শিল্পাঞ্চল আশুলিয়ায় একতরুনী (২২)গণধর্ষণের শিকার হয়েছেন । ধর্ষিতাকে স্বাস্থ্যপরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে ।
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এই তরুনী গন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণ কারীরা তরুনীর কাছে থাকা টাকা ও মোবাইলসেট নিয়ে পালিয়েযায় ।
ধর্ষিতা এই ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে রবিবার রাতে অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ । পুলিশ জানায় তাদের কাছ থেকে মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন নিশ্চিন্তপুর গ্রামের লিয়াকত মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (২৪)। আশুলিয়া সদর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার মজিবর বেপারীর ছেলে মোঃ আকলাক বেপারী (২৭)। আমান দেওয়ানের ছেলে রিয়াদ দেওয়ান ((২২) সাধুপাড়া এলাকার মোঃ আলীর ছেলে বাদল (২৭) ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন “ ওই তরুনী শনিবার সন্ধ্যায় নিশিচিন্তপুর ভাড়া বাসা থেকে মিরপুর নিজ বাসায় ফিরছিলেন । ফেরারপথে ওই তরুনীকে চারযুবক জোরপূর্বক একটি ফাঁকাবাসায় নিয়ে সাড়ারাত পালাক্রমে ধর্ষণকরে এবং মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ।” স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশেই একটা ক্লিনিকে ভর্তি করে।
তিনি আরো জানান “ ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে চার যযুবক কে আটক করি ” । থানা পুলিশ মাধ্যমে আরও জানা গেছে , ধর্ষিতা তরুনীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরন করা হয়েছে।
নিউজবাংলা/একে