নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:

ঢাকা: চলতি মাসের এপ্রিল মাসে শুরু হয়েছিল রাজু আহমেদ পরিচালিত ‘অসম প্রেম’ ছবির শুটিং।

এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন নায়করাজ রাজ্জাক। কিন্তু অসুস্থতার কারণে ছবিটির শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। তবে ঈদুল আযহার পর রাজ্জাক ছবিটির শুটিংয়ে অংশ নেবেন বলে জানা যায়।

রাজু আহমেদ বলেন, ‘অসম প্রেম’ ছবির অন্যান্য সিকোয়েন্সের শুটিং হলেও রাজ্জাক সাহেব অসুস্থ থাকার কারণে তার অংশের শুটিং করা হয়নি। কিছুদিন আগে আমি কথা বলেছি। এখন যেহেতু তিনি সুস্থ হয়েছেন, আশা করছি ঈদুল আযহার পর শুটিং শুরু করতে পারবো’।

ছবিটিতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করছেন অমৃতা খান। ছবিতে আরো অভিনয় করছেন বাপ্পারাজ, ইমন ও অরিণ।

এরই মাঝে ছবিটির ৫টি গানসহ পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে। এটিএন মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি নির্মাণ হচ্ছে।

নিউজবাংলা/একে