নিউজবাং লা: ১৭ আগস্ট, সোমবার:

চাঁদপুর সংবাদদাতা:

চাঁদপুর: শোক দিবসের আনুষ্ঠানিকতা পালনে চাঁদা দাবি করে চাঁদা না পাওয়ায় চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

এদের মধ্যে দুইজন প্রধান আসামী রয়েছেন।

এ ঘটনায় লাঞ্ছিত হয়ে গত রোববার মামলা করেন ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মামলার পরিপ্রেক্ষিতে আজ সোমবার চাঁদপুর থেকে ঢাকা পালিয়ে আসার সময় মাঝনদীতে লঞ্চ থামিয়ে মামলার প্রধান আসামি মনির ও লিটনসহ আটজনকে আটক করা হয়।

শীঘ্রই আটকদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনও করা হবে।

এর আগে রোববার রাতেই এ মামলায় মোজাম্মেলসহ আরো চারজনকে আটক করে পুলিশ।

জানা যায়, জাতীয় শোক দিবস পালনের জন্য যুবলীগ নামধারী স্থানীয় কয়েকজন সন্ত্রাসী স্কুলে এসে শুক্রবার ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। দিতে অস্বীকৃতি জানালে শনিবার মনির, লিটন, ফারুকসহ কয়েকজন শিক্ষকদের লাঞ্ছিত করেন। রোববার এর প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করলে তাদের ওপর আক্রমণ চালানো হয়। এ ঘটনায় ২ শিক্ষকসহ অন্তত ৪০ শিক্ষার্থী আহত হন।

নিউজবাংলা/একে