নিউজবাং লা: ২১আগস্ট, শুক্রবার:
ঢাকা: বিশ্বের কোথাও সাংবাদিকদের জেলে বেঁধে রাখা যায় না বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, প্রবীর সিকদার একজন সাংবদিক। তার একটা পরিচিতি আছে। বিশ্বের কোথাও সাংবাদিকদের জেলে বেঁধে রাখা যায় না। এখানেও তাই হয়েছে।
সাংবাদিক প্রবীর সিকদারে জামিন প্রসঙ্গে ড. কামাল বলেন, শুনেছি প্রবীর সিকদারের জামিন হয়েছে। প্রবীর সিকদারকে গ্রেফতারের পর সারাদেশে প্রতিবাদ হয়েছে। দেশের বাইরেও প্রতিবাদ হয়েছে। জনগণের মধ্যে ন্যায় নীতিবোধ আছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত ‘আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি সাংবাদিক প্রবীর সিকদারের জামিনে মুক্তি জনগণের বিজয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের প্রবল সমালোচনার মুখে তাকে সরকার জামিনে মুক্তি দিতে বাধ্য হয়েছে। আর বিনা বিচারে মানুষ হত্যা অন্যায়। এ অন্যায় প্রতিরোধে সারাদেশের আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, স্বৈরাচার সরকাররা আইন পড়ে না। আইন বিষয়ে তারা অজ্ঞ থাকে। বিনা বিচারে গুলি করে মানুষ হত্যা অন্যায়। এসব হত্যা সহ্য করা যায় না।
সভায় আরো বক্তব্য রাখেন সিনিযর আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক ও আইনজীবী হেলাল উদ্দিন।