নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:

ঢাকা: জেলা উপজেলা পর্যায়ের কমিটি গঠনের পরেই জাতীয় কাউন্সিল নিয়ে বিএনপি নামবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে অবরুদ্ধ গণতন্ত্র ফিরিয়ে আনতে দল পুর্নগঠনের কাজ চলছে। তবে মামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তার এতে বাধার সৃষ্টি করছে।

বুধবার সকালে শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতীষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলো। তাদেরকে যেমন দমন করা যায়নি। তেমনি বিএনপিকেও মামলা হামলা দিয়ে দমন করা যাবে না।

তিনি অভিযোগ করে বলেন, সরকার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। দেশে নির্বাচিত কোনো সরকার নেই। সে কারণে সরকারের জনগণের উপর কোনো দায়-দায়িত্ব নেই।

এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

নিউজবাংলা/একে