নিউজবাংলা: ২২ আগষ্ট, শনিবার:

নারায়ণগঞ্জ: জেলার ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের পুরিন্দা এলাকায় কাভার্ডভ্যানের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে থার্মেক্স গ্রুপের জিএম বিশ্বজিৎ রায় নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকার চালক নজরুল ইসলাম।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, প্রাইভেটকারটি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলো। সকাল সাড়ে ১০টার দিকে পুরিন্দা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিশ্বজিৎ রায় মারা গেছেন।

পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। তবে চালক পলাতক আছেন বলে জানান তিনি।


নিউজবাংলা/একে