নিউজবাংলা: ২২ আগষ্ট, শনিবার:

 মির্জাপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা এ কারাদ- দেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- পৌর সদরের পুষ্টকামুরী গ্রামের বজলুর রহমানের ছেলে মাসুদুর রহমান মাসুদ (৩২), উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে আল আমিন (২৭) ও মহেড়া ইউনিয়নের ছাওয়ালী গ্রামের কাজী সামাদের ছেলে হাবেল কাজী (৫২)।

এদের মধ্যে মাসুদকে ১ বছর, আল আমিনকে ২ মাস ও হাবেল কাজীকে ৬ মাসের কারাদ- দেয়া হয়।

পুলিশ জানান, সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের এই সাজা দেন।

ভ্রাম্যমণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

 

নিউজবাংলা/একে