নেতার লাশ নিয়ে যুবলীগ কর্মীদের বিক্ষোভ
নিউজবাংলা: ২২ আগষ্ট, শনিবার:
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে নিহত যুবলীগ নেতা রফিকুল ইসলামের লাশ নিয়ে শনিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
এর ফলে দুপুরের দিকে ২০ মিনিটের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল বিকালে নিহত রফিকুলের ময়নাতদন্তের পর দুপুর পৌনে ১২টার দিকে তারা লাশ নিয়ে মহাসড়কের সাহেববাজার বাইপাস মোড়ে আসেন। রাস্তার মাঝখানে কফিনটি রেখে তারা চারপাশে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশ থেকে আসা সব গাড়ি আটকা পড়ে। প্রায় ২০ মিনিট পর পুলিশের অনুরোধে তারা সেখান থেকে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উপস্থিতিতে গতকাল বিকালে শহরে একটি অনুষ্ঠান চলছিল। এ সময় অনুষ্ঠানস্থলের পাশে দুর্বৃত্তরা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে।
নিউজবাংলা/একে