ঢাকা: আওয়ামীলীগ সরকার কমিউনিটি ক্লিনিক চালু করেছিল, বিএনপি সরকার ক্ষমতায় এসে তা বন্ধ করে দিয়েছে। আর বিএনপি সদস্যরা আমার ওপর দোষ চাপায়।
আজ শনিবার কমিউনিটি ক্লিনিক অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি আরও বলেন প্রত্যেক বিভাগে হবে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠন করা হবে। এছারাও স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে গঠন করা হবে ট্রাস্ট ফান্ড। এতে সবার ঘড়ে ঘড়ে চিকিৎসা সেবা পৌঁছে যাবে। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে আওয়ামী লীগ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের সেবা করার লক্ষেই আমার রাজনীতিতে আসা। ২০০১ সালে জনগণের স্বাস্থ সেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক করেছিল।