টাঙ্গাইলে দুই দিন ব্যাপী নজরুল উৎসব শুরু
নিউজবাংলা: ২২ আগষ্ট, শনিবার:
আব্দুল্লাহ্ আল মাসুদ:
নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর আয়োজনে টাঙ্গাইলে শুরু হয়েছে দুইদিন ব্যাপি নজরুল উৎসব-২০১৫।
আজ শনিবার সকালে স্থানীয় ভাসানী হলে উৎসের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনি ও তার সাহিত্যচর্চার নানান দিক তুলে ধরেন। নজরুল উৎসবের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন বাঁশরীর সভাপতি ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এছাড়াও আলোচনায় অংশ নেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান ও চলচিত্র প্রযোজক ও পরিচালক নার্গিস আক্তারসহ অনেকেই। পরে নজরুল সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। দুইদিনব্যাপি নজরুল উৎসব রোববার পর্যন্ত চলবে।
নিউজবাংলা/একে