নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:
ঢাকা: তিনদফা কমার পর বিশ্ব বাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা বাড়ানো হচ্ছে। নতুন এই বাড়তি মূল্য আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। গত ৫ আগস্ট স্বর্ণের দাম কমেছিল। এর আগে ২২ জুলাই, ৯ মার্চও কমানো হয়েছিল দাম।
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৩ হাজার ২৭৩ টাকায়। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৪১ হাজার ৭৫৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৩৯ হাজার ৬৫৮ টাকার বদলে ৪১ হাজার ১৭৪ টাকায় বিক্রি হবে। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৩৪ হাজার ৫২৫ টাকায়। এখন এ মানের স্বর্ণের দাম ৩৩ হাজার নয় টাকা। এই তিন ধরণের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৫১৬ টাকা করে।
অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ২১ হাজার ৮৭০ টাকার বদলে এখন থেকে তা ২৩ হাজার ৯৫ টাকায় বিক্রি হবে। ভরিতে দাম বেড়েছে এক হাজার ২২৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি রবিবার থেকে রুপার দামও বাড়ছে। এখন প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা। প্রতি ভরিতে ৫৮ টাকা বেড়ে তা বিক্রি হবে ৯৯১ টাকায়।
আন্তর্জাতিক বাজারে শনিবার সোনার দাম ছিল আউন্সপ্রতি এক হাজার ১৫৯ ডলার। এ মাসের মাঝামাঝি সময়ে এ দর ছিল এক হাজার ১২০ ডলারের মধ্যে। এক আউন্স সোনা ৩১ দশমিক ১০৩ গ্রামের সমান।

নিউজবাংলা/একে