নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:
ঢাকা: পাহাড়ের বুক চিড়ে জল পড়ছে। ঝরনার আশেপাশে শত শত মানুষের ভিড়। উৎসুক চোখ। পাশে দাড়িয়ে জনতার কান্ড দেখছেন ভাবনা। ‘ভয়ংকর সুন্দর’ টিম তখন মাধবকুন্ডে। শুটিংয়ের প্রস্তুতি চলছে। ভিড় কমলেই শুটিং শুরু হবে।