নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:
ঢাকা: লন্ডনে তৈরি হতে চলেছে এমন এক সুইমিং পুল যার পুরোটাই কাচ। আর এটা বিশ্বের প্রথম কাচের তৈরি সুইমিং পুল ব্রিজ। অবশ্য একে শুধু সুইমিং পুল বললে কম বলা হবে।