নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১১ বছর উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের শোক সভার অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে শোক সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী।

জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ এর পরিচালনায় আলোচনায় অংশ নেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ, অ্যাডভোকেট আবুল ফজল, আলমগীর চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট সুমঙ্গল দাশ সুমন, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নাজমুল হাসান, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন- সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মহিবুর রহমান মাহি, আফরোজ আহমেদ, বাবুল চৌধুরী ও আব্দুল গনি প্রমুখ।

সভায় বলা হয় সাবেক অর্থমন্ত্রী শহ এএমএস কিবরিয়া হত্যাকান্ড ও ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাথা। একই অপরাধীরা এর পিছনে জড়িত। এই হামলার মূল পরিকল্পনা ছিল বাংলাদেশ থেকে আওয়ামীলীগকে নির্মুল করা। এখনও আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। সভার শুরুতে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

নিউজবাংলা/একে