নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ শহরে যত্রতত্র বেড়েই চলেছে চোর চক্রের সিন্ডিকেট। এমনকি বাসার গ্রীল ভেঙ্গে নিয়ে যাচ্ছে মোটর সাইকেল।

চোর আতংকে এখন শহরবাসীর। গত ভোর রাতে শহরের অনন্তপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীর বাসার গ্রীল ভেঙ্গে ওই বাসার ভাড়াটিয়া ওয়ালিউল্লাহর একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চুরেরা।

সম্প্রতি গত কয়েকদিনে শহরের বানানী হোটেল এলাকা থেকে ও ১৫ই আগস্টের শোকদিবসে আদালত পাড়া থেকে কয়েকটি মোটর সাইকেল চুরি হয়। এ নিয়ে শহরে এখন চোর আতংক বিরাজ করছে।

এমন কি নিরাপদ নয় শহরের হোটেল গুলোও। বৃহস্পতিবার গভীর রাতে শহরের সিনেমাহল এলাকার পলাশ হোটেলে সর্বস্ব লুট করে নিয়ে গেছে চোরেরা। চুরির অভিযোগে আটক করা হয়েছে ওই হেটেলে কর্মরত দুই কিশোরকে। স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার গোয়াকারা গ্রামের হোসেন আলীর পুত্র লুৎফুর রহমান বৃহস্পতিবার রাতে পলাশ হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। রাতে গোসল করার সময় সে তার রুমে টাকা মোবাইল সহ আসবাব পত্র রেখে গেলে ফিরে এসে কিছুই পাননি। পরে ওই হেটেলে কর্মরত দুই কিশোরকে সন্দেহ হয় তার।

গতকাল শুক্রবার এ ব্যাপরে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে গতকাল শুক্রবার রত ১টায় সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃৃত্বে একদল পুলিশ পলাশ হোটেল থেকে ওই দুই কিশোরকে আটক করে। আটককৃতরা হল, সদর উপজেলার লস্করপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র জুনায়েদ (১৭) ও বানিয়াচং উপজেলার কুদুপুর গ্রামের সফি মিয়া (১৭)।

নিউজবাংলা/একে