নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:

ঢাকা: ভারতে টয়লেটের অভাব এবং অপরিচ্ছন্নতা নতুন কিছু নয়। দেশটির বহু রাজ্যেই টয়লেটের সমস্যা সমাধানে নানা পদকেক্ষপ সরকার তথা ব্যক্তিগত উদ্যোগও নেয়া হয়। নতুন বিয়ে করেও স্বামীর সংসার ছেড়ে চলে যান স্ত্রীরা।

কিন্ত এবার টয়লেটের অভাবে স্কুল ত্যাগ করলো ছাত্রীরা। ভারতের জামশেদপুরের দুই শতাধিক মেয়ে খারজোয়ান জেলার ইসারগড়ের কাস্তুর্বা গান্ধী আয়োধ্য স্কুল ত্যাগ করেছে। ২২০ জন বোর্ডারের জন্য সেখানে টয়লেট আছে মাত্র ৫টি। এর ফলে ছাত্রীরা বাধ্য হয়ে মাঠে গিয়ে টয়লেটের কাজটি সম্পন্ন করে। আর এ কারণে তাদের প্রতিনিয়তই স্থানীয় ছেলেদের দ্বারা তিরস্কৃত হতে হয়।
সম্প্রতি হোস্টেলের ওয়ার্ডেন থানায় স্থানীয় ছেলেদের নামে অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ তাদের টহল জোরদার করে। জানা গেছে, ওই স্কুলটিতে কোনো দেয়ালও নেই। মাঝে মাঝে রাতে মেয়েদের হোস্টেলে ইট ছুঁড়ে মারে স্থানীয় যুবকরা। স্কুলটিতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।
ছাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর গত সোমবার স্থানীয় মাতব্বর, অভিভাবক এবং শিক্ষকরা মিলে বৈঠক করেন। সেখানে স্থানীয় মেয়েদের স্কুলের দিকে ধাবিত করতে পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করা হয়। এতে হয়তো নিজেদের বোনের কথা চিন্তা করে স্থানীয় ছেলরা বিরক্ত করবেন ছাত্রীদের। কিন্তু তারপরও শুক্রবার ছাত্রীরা বাড়ি চলে যায়। পর্যাপ্ত টয়লেট না হলে তারা আসবে না বলেও জানায়। ওই হোস্টেলটি এখন বন্ধ। জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

নিউজবাংলা/একে