নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:
ঢাকা: আগামীকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলাতে আধাবেলা হরতাল ডেকেছে সরকারদলীয়রা । গাজীপুর উপজেলার কালিয়াকৈর যুবলীগ নেতা খুন হওয়ার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতারের দাবিতে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডাকা হয়েছে।

আজ শনিবার দুপুরে কালিয়াকৈর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তোফাজ্জল হোসেন রানা হরতালের ঘোষণা দেন। কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা যুবলীগ সভাপতি মো. হিরু মিয়া প্রমুখ। উপস্থিত বক্তারা রফিকুলের খুনীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
দুপুর আড়াইটার দিকে নিহত রফিকুল ইসলামের জানাজা কালিয়াকৈর গোলাম নবী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও স্থানীয় এমপি আ ক ম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্যাহ খান, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেলসহ দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী অংশ নেন। পরে নিহতের নিজ গ্রাম কালিয়াকৈরের টেংলাবাড়িতে আরেকদফা জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয় ।

নিউজবাংলা/একে