নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। নিহত সিদ্দিক ব্যাপারী (৩৫) শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুনপাড়া গ্রামের মকসেদ ব্যাপারীর ছেলে। পুলিশ আজ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্দিক ব্যাপারীর সঙ্গে তার স্ত্রী স্বপ্না খাতুনের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এরই জেরে নিহতের শাশুড়ি চায়না বেগম বাদী হয়ে সিদ্দিক ব্যাপারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন সিদ্দিককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। আজ শনিবার সকালে পাশের বাড়ির লোকজন ঘরের মধ্যে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শনিবার দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

নিউজবাংলা/একে