নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:
ঢাকা: টনি ডায়েস ও প্রিয়া ডায়েস বাংলাদেশের টিভি নাটকের এক সময়ের পরিচিত মুখ। অনেক বছর হলো অভিনয় থেকে দূরে সরে রয়েছেন তারা। শুধু যে দূরে তা কিন্তু নয়, এই দম্পতি বর্তমানে দেশ ছেড়ে রয়েছেন আমেরিকাতে।