নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:
ঢাকা: টনি ডায়েস ও প্রিয়া ডায়েস বাংলাদেশের টিভি নাটকের এক সময়ের পরিচিত মুখ। অনেক বছর হলো অভিনয় থেকে দূরে সরে রয়েছেন তারা। শুধু যে দূরে তা কিন্তু নয়, এই দম্পতি বর্তমানে দেশ ছেড়ে রয়েছেন আমেরিকাতে।

ডায়েস দম্পতি ভালবেসে বিয়ে করেছিলেন ‘২০০১ সালের ১৪ই ফেব্রুয়ারী’। তাদের একমাত্র কন্যা ‘অহনা’ পড়াশোনায় ভাল। সে এখন স্থানীয় একটি স্কুল থেকে মিডেল ক্লাস শেষ করেছে। টনি ডায়েসের ফেসবুকে প্রবেশ করলে দেখতে পাওয়া যায় তিনি নিয়মিত ছবি আপলোড করেন। আমেরিকার বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় পরিবার নিয়ে ঘোরার ছবি আপালোড করেন। হাস্যজ্জল তাদের ছবি দেখে বোঝা যায় বেশ ভাল আছেন জনপ্রিয় এই দম্পতি।
সর্বশেষ রোমানার গায়ে হলুদে দেখা গিয়েছিল টনি ডায়েসের পুরো পরিবারকে। বাংলাদেশে এই দম্পতির প্রচুর ভক্ত রয়েছেন। এবং তারা অপেক্ষায় আছেন কবে ফিরে আবারা তারা অভিনয়ে নিয়মিত হবেন। ভক্তের এই আশা পূরণ হবে কি না? উত্তর দিতে পারে সময়।
উল্লেখ্য, টনি ডায়েস ১৯৯৪ সাল থেকে চারশতাধিক নাটক, সিরিয়াল আর টেলিফিল্মে কাজ করেছেন। তার অভিনীত চলচ্চিত্র ‘পৌষ মাসের পিরিত’, ‘মেঘের কোলে রোদ’, ‘রূপকথার রাজকন্যার গল্প’। তার জনপ্রিয় অনেক কাজের মধ্যে রয়েছে, ধারাবাহিক নাটক ‘টমটম’, ‘ভূতের গলি’। সর্বশেষ বাংলাদেশের নাটকে অভিনয় করেছেন ২০১২ সালে। ধারাবাহিক সেই নাটকটির নাম ‘ছায়াবৃতা’। এটি পরিচালনা করেছিলেন তৌকির আহমেদ। শুধু তিনি অভিনয় করেছেন, তা কিন্তু নয়। অনেকটা শখের বশে টনি ডায়েস নাটক পরিচালনা করেছিলেন নাম ‘পুরো রাত আর অর্ধেক চাঁদ’। আমেরিকাতে তিনি ‘লাস ভেগাস’ নামে একটি মার্কিন টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন টনি ডায়েস। তবে ভক্তের আশা এই দম্পতি ফিরে আসুক আর না আসুক তবে ভাল থাকুক সবসময়।

নিউজবাংলা/একে