নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনায় লাফ দিয়ে অজ্ঞাত এক তরুণী নিখোঁজ রয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ডিগ্রীর চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চাঁদপুর থেকে আব-এ-জমজম লঞ্চটি ঢাকায় আসছিল। লঞ্চের যাত্রী ওই তরুণী মেঘনায় লাফ দেয়। সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী লঞ্চের কর্মচারী মো. সাইফুল জানান, লঞ্চের নিচতলার পেছন দিক থেকে অনুমানিক ২০ বছর বয়সী তরুণী নদীতে লাফ দেয়। পরে লঞ্চটি দীর্ঘসময় অপেক্ষা করে তরুণীর সন্ধান না পেয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

চাঁদপুর নৌ পুলিশের ইনচার্জ এসআই মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ওই যাত্রীর পক্ষে এখনও কেউ অভিযোগ করেনি।

নিউজবাংলা/একে