নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে একটি মিছিলে জনতার ভিড়ের মধ্যে আটকে পড়েন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী।

২৫০০ জনেরও বেশি মানুষের মিছিলে ছিল উপচে পড়া ভিড়। নিজে উদ্ধার পাওয়ার সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে দুটি বাচ্চাকে উদ্ধার করেন এ অভিনেত্রী।

হেমা মালিনীর সহকারী জানিয়েছেন, হেমা হঠাতই লক্ষ্য করেন ভিড়ের মধ্যে আটকে পড়েছে দুটি শিশু। ততক্ষণাৎ ভিড়ের মধ্যে থেকে তাদের উদ্ধার করেন তিনি।

তাঁর সহকারী জানিয়েছেন, হেমা যদি সেই মুহূর্তে বাচ্চা দুটিকে না উদ্ধার করতেন, তাহলে আহত হত তারা।  এখন অক্ষতই রয়েছেন হেমা এবং বাচ্চা দুটি।

নিউজবাংলা/একে