নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:

ঢাকা: লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী একটি নৌকার নিচের অংশ থেকে ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।ওই নৌকাটি আটকের পর এই মৃতদেহগুলো উদ্ধার করে ইতালির কোস্ট গার্ড।

খবর-বিবিসি’র।

ইতালির গণমাধ্যম বলছে তারা সবাই অক্সিজেনের স্বল্পতার কারণে দম বন্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।নৌকাটি থেকে কমপক্ষে ৪৩০জনকে উদ্ধার করেছে সুইডেনের একটি কোস্ট গার্ড জাহাজ। গত সপ্তাহে একই ভাবে ৫০ জন মারা গিয়েছিলেন।

একজন কর্মকর্তা জানান, দশটি নৌকা থেকে বিপদ সংকেত পাওয়ার পর, উপকূল রক্ষী বাহিনী পাঁচটি উদ্ধার করে, অপর পাঁচটি নৌকার অনুসন্ধান চলছে।সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা কালে শুধুমাত্র এ বছরেই সহস্রাধিক মানুষ মারা গেছে।

নিউজবাংলা/একে