আ.লীগ নেতার চাঁদাবাজি থেকে রেহাই চান ব্যবসায়ীরা
নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:
ঢাকা: রাজধানীর টিকাটুলীতে ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা ময়নুল হক মনজুরের চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতন থেকে রক্ষা করার দাবি জানিয়েছেন রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা।
তাঁরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। এতে ওই দুই মার্কেটের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের দেড় সহস্রাধিক দোকানের মালিক-ব্যবসায়ী ময়নুল ও তার বাহিনীর চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতনের শিকার। তারা এ থেকে রেহাই চান। অন্যথায়, দোকান বন্ধ করে দিতে বাধ্য হবেন।
লিখিত বক্তব্যে মার্কেটের ব্যবসায়ী মো. সাখাওয়াত হোসেন দাবি করেন, ‘চার বছর ধরে মার্কেটের কমিটি দখল করে নানা কৌশলে চাঁদাবাজি করে আসছেন ময়নুল। কেউ চাঁদা না দিলে তাঁকে ধরে নিয়ে মারধর করা হয় এবং তাঁর দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়।
এ অবস্থায় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।
নিউজবাংলা/একে