রিচালকের বিরুদ্ধে নায়িকার নগ্ন ফুটেজ ছড়নোর অভিযোগ
নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:
ঢাকা: নায়িকার নগ্ন ভিডিও ফুটেজ তৈরির অভিযোগে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক পরিচালকের বিরুদ্ধে থানায় এফআইআর করা দায়ের হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি হান্টেড জঙ্গল সিনেমার নায়িকা মুম্বাইয়ের সান্তাক্রজ থানায় এফআইআর করেছেন সিনেমাটির প্রযোজক-পরিচালক কান্তি শাহের বিরুদ্ধে। হান্টেড জঙ্গল সিনেমায় নায়িকার নগ্ন একটি ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
নায়িকার দাবী, সিনেমায় তার আসল দৃশ্যের ফুটেজটিতে পরিচালক কান্তি শাহ সফটওয়্যারের কারিগরির মাধ্যমে অন্য একটি নগ্ন শরীরের সঙ্গে তার মুখ জুড়ে দিয়েছে।
এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে পরিচালক কান্তি শাহ সফটওয়্যারের কারিগরির বিষয়টি অস্বীকার করে ভিন্ন কথা বলছেন। তিনি বলেন, ‘বেশি টাকা চাই বলে অনেকদিন ধরেই আমাকে চাপ দিচ্ছে এই নায়িকা। আমি টাকা না দেওয়াও এটা ওর একটা চাল।’
বিষয়টি থানার সাইবার ক্রাইম বিভাগ তদন্ত করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, কান্তি শাহ বলিউড ফ্লিম ইন্ডাস্ট্রির তৃতীয় শ্রেনীর পরিচালক। তিনি হরর ও সেক্স কমেডি সিনেমা তৈরির জন্য পরিচিত।
নিউজবাংলা/একে