নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:
এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুর উপজেলার খড়কি গ্রামের কৃষক ফজলু হত্যা মামলার আসামী শাহ আলম (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কড়রা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কে এম আজমিরুজ্জামান তাকে গ্রেফতার করে। মামলা সুত্রে জানা যায়, গত ৩ জুলাই খড়কি গ্রামের কৃষক ফজলু মিয়া ও জনতা ব্যাংক কর্মকর্তা শাহ আলমের লোকজনদের মধ্য সংঘর্ষ হয়। এতে ফজলু মিয়া গুরুতর আহত হয়। ৯ জুলাই সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলু মিয়া মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে কামাল মিয়া বাদি হয়ে ক্যাশিয়ার শাহ আলমসহ ৯ জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই শাহ আলম পলাতক ছিল।
নিউজবাংলা/একে