নিউজবাংলা: ৩০আগষ্ট, রবিবার:

এম এ আই সজিব,হবিগঞ্জ প্র্রতিনিধি
জেলার মাধবপুরে জাল টাকা ব্যবসায়ী ফজর আলী ওরপে শাহ আলম (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল সন্ধ্যায় থানার এসআই মাসুদ মাধবপুর বাসট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়-মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত নজর আলীর ছেলে ফজর আলী ওরপে শাহ আলম দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসায় করে আসছে। গত ৩ জুলাই ৮১ হাজার জাল টাকাসহ তার অন্যতম সহচর সোহেল র‌্যাবের হাতে আটক হয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে গ্রেফতার করে।
এব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নিউজবাংলা/একে