নিউজবাংলা: ৩০আগষ্ট, রবিবার:
ঢাকা : লিবিয়ার সমুদ্র উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে অন্তত ২৪ জন বাংলাদেশি বলে ধারণা করছেন ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের একজন কর্মকর্তা মোজাম্মেল হক তিউনিসিয়া থেকে বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ পর্যন্ত ৬ জনের মৃত্যু নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাকি ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের আশঙ্কা, বাকি সবাই নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপগামী এই নৌকাডুবির ঘটনায় দুশোরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ দূতাবাসের ওই কর্মকর্তা জানান, লিবিয়া থেকে অন্তত ৭৮ জন বাংলাদেশি দুটি নৌকাতে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার চেষ্টা করছিল। এই ঘটনায় বেঁচে যাওয়ায় বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্যের ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছেন বলে তিনি জানান।
মোজাম্মেল হক বলেন, ‘আমরা মৃতদেহ দেখতে পাইনি কিন্তু উদ্ধার হওয়া আত্মীয়স্বজন ও সঙ্গী সাথীদের সঙ্গে কথাবার্তা বলে ছ’জনের মৃত্যু নিশ্চিত করা গেছে এবং নিখোঁজ রয়েছে ১৮ জন এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।’
চারটি পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সবাই দীর্ঘদিন ধরে লিবিয়াতে বসবাস করছিল। তাদের ছেলেমেয়েরা লিবিয়াতে জন্ম নিয়েছে ও সেখানেই বেড়ে উঠেছে। লিবিয়াতে নিরাপত্তার অভাবের কারণেই তারা ইতালিতে পাড়ি দেয়ার চেষ্টা করেছিলেন।
নিহতদের মধ্যে- নোয়াখালীর সাহাবুদ্দিন, সোহেল ও রুবেল, কুমিল্লার ইসলাম ও ফারুক, শরিয়তপুরের স্বপন, আজাদ, জাকির ও সুমন, টাঙ্গাইলের বাদল, বাবুল ও সালাউদ্দিন এবং নারায়ণগঞ্জের মাহমুদউল্লাহ, মাদারিপুরের ফয়েজউদ্দিন, চট্টগ্রামের আব্দুর করিম ও যশোরের জিয়াউর রহমান, কেরানীগঞ্জের গাজিউল এবং রাজবাড়ীর মফিজউদ্দিন।

নিউজবাংলা/একে