নিউজবাংলা: ৩০আগষ্ট, রবিবার:
এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি:
ঋণের জ্বালা সইতে না পেরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার মনিন্দ্র সরকার বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। মনিন্দ্র সরকার উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের যোগেন্দ্র সরকারের ছেলে।

