নিউজবাংলা: ৩০আগষ্ট, রবিবার:

এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি:
ঋণের জ্বালা সইতে না পেরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার মনিন্দ্র সরকার বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। মনিন্দ্র সরকার উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের যোগেন্দ্র সরকারের ছেলে।

সূত্র জানায়, দফাদার মনিন্দ্র সরকার দারিদ্র্যতার কারণে বিভিন্ন স্থান থেকে সুদে টাকা ধার নেন। সুদের টাকা বেড়ে ঋণ কয়েকগুণ হয়ে যায়। প্রতিদিন কেউ না কেউ তার বাড়িতে পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করতো। এ নিয়ে তার পরিবারের সদস্যদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে শনিবার রাত ৯টার দিকে মনিন্দ্র সরকার পরিবারের লোকজনের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকেন। বিষয়টি তার পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্দরী ইউপি চেয়ারম্যান পারভেজ আহমেদ বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, মনিন্দ্র সরকার ঋণে জর্জরিত ছিলেন।

নিউজবাংলা/একে