নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:

এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও হাজী আব্দুল হাকিম ভূইয়া হাইস্কুল এন্ড কলেজে মতবিনিময় সভায় শিক্ষা সচিবের বক্তৃৃতার খরচ পড়েছে ৩ লাখ টাকা।

তিনি গত শনিবার সকালে ওই এলাকার বাসিন্দা কুয়েত আওয়ামীলীগ সভাপতি আকবর হোসেনের আমন্ত্রণে কাকাইলছেও যান। ঘন্টায় ১ লাখ টাকা করে ৩ ঘন্টার জন্য হেলিকপ্টার ভাড়ায় তিনি সভায় যোগ দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এসব প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ডিজিটাল ক্লাস-রুমের ব্যবস্থা করা হবে। এতে দক্ষ জনবল সৃষ্টি হবে। তিনি বলেন, স্বপ্নœ দেখলে ঘুমানো যায় না। দেশের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে। শিক্ষকদের সমাজের নেতা উলেখ্য করে তিনি বলেন, শিক্ষকরা সমাজের জন্য উদাহরণ সৃষ্টি করেন। তাদেরকে দেখে অন্যরা অনু-প্রাণিত হন। বেসরকারি শিক্ষক নিয়োগ নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু কিছু রাজনীতিবিদের কারণে তা বাধা গ্রস্ত হচ্ছে। শিক্ষকদের দাবির বিষয়ে তিনি বলেন, নতুন পে-স্কেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে না খাইয়ে রাখবেন না।
তিনি আরো জানান, হবিগঞ্জে যে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে তা দেশের সর্বাধুনিক প্রতিষ্ঠান হবে। সকল ধরণের আধুনিক সুবিধা এ বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করা হবে। তিনি বলেন, তার নিজের উপজেলায় যে পরিমাণ স্কুল-কলেজ রয়েছে, হবিগঞ্জের গোটা জেলায়ও তা নেই। তিনি হবিগঞ্জে শিক্ষা উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়া হবে বলে জানান।
ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নূরুল হক ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান হানজেলা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কুয়েত আওয়ামীলীগ সভাপতি আকবর হোসেন।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান হানজেলা বলেন, গত অর্থবছরে হবিগঞ্জের শিক্ষাখাতে ৯০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
নিউজবাংলা/একে