বুয়েটে ৮ শিবির ধরে প্রশাসনে দিলো ছাত্রলীগ
নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিবিরের আট নেতা-কর্মীকে ধরেছে ছাত্রলীগ। এরপর তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়া হয়েছে।
সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম হল থেকে তাদেরকে ধরা হয়। এসময় তাদের কাছ থেকে জামায়াতের বইপত্র, সিডি ও আত্মঘাতী হামলার পরিকল্পনার কাগজপত্র উদ্ধার করা হয়।
বুয়েট ছাত্রলীগ সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুয়েট উপাচার্যের কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিউজবাংলা/একে