নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:
ঢাকা: ভূমধ্যসাগর ও লোহিত সাগর বেষ্টিত মিশরীয় উপকূলে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করছে ইতালিয়ান জ্বালানী কোম্পানী ‘ইনাই’ (Eni)।

 

 

রোববার সংবাদ মাধ্যম বিবিসির এক খবরে বলা হয়, ইতালিয়ান জ্বালানী কোম্পানী ‘ইনাই’-এর দাবি, সন্ধানপাওয়া গ্যাসক্ষেত্রটির গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৪৫০ মিটার ( ৪,৭৫৭ ফিট)। এটি ১০০ বর্গ কিলোমিটার (৩৯ বর্গ মাইল) জায়গা জুড়ে বিস্তৃত।
‘ইনাই’ বলছে, ক্ষেত্রটিতে ৩০ ট্রিলিয়ন ঘনফুট বা ৫.৫ বিলিয়ন ব্যারেল সমান প্রাকৃতিক গ্যাস মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। ‘ইনাই’ কোম্পানী একে জোহর গ্যাসক্ষেত্র নাম দিয়ে বলছে, উত্তলন সম্ভব হলে এটিই হবে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। যা দশকের পর দশক মিশরের গ্যাসের চাহিদা পূরণ করবে।

‘ইনাই’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লদিও দেসকালজি বলেন, ‘এই ঐতিহাসিক আবিষ্কার মিশরের জ্বালানী শক্তিতে বড় ধরণের রূপান্তর নিয়ে আসবে।’

ইতালিয়ান জ্বালানী কোম্পানী ‘ইনাই’ হচ্ছে আফ্রিকা মহাদেশে সবচেয়ে প্রভাবশালী বৈদেশিক জ্বালানী শক্তি কোম্পানী। বিবিসি বলছে, এই অঞ্চলে জ্বালানী অনুসন্ধানে কোম্পানীটির পূর্ণ প্রবেশাধিকার রয়েছে।

জুনে ২ বিলিয়ন ডলারের বিনিময়ে মিশরের জ্বালানী মন্ত্রণালয়ের সঙ্গে জ্বালানী শক্তি অনুসন্ধান বিষয়ক একটি চুক্তি করে ‘ইনাই’। এই চুক্তির ফলে কোম্পানীটি মিশরের সিনাই, সুয়েজ খাল, ভূমধ্যসাগর এবং নীলনদে জ্বালানী অনুসন্ধানের অনমতি পায়।

নিউজবাংলা:/একে