নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট নিজের পদত্যাগপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী।

মঙ্গলবার সন্ধ্যার পর দশম জাতীয় সংসদের শুরু সপ্তম অধিবেশনে যোগ দিয়ে তিনি তার পদত্যাগের ঘোষনাসম্বলিত পদত্যাগপত্র স্পিকারের নিকট পেশ করেন।

জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে লতিফ সিদ্দিকী এদিন প্রথম সারির নির্ধারিত আসনে বসেন। সংসদে স্পিকারের অনুমতি নিয়ে তিনি কিছুক্ষণ বক্তৃতা করেন।

সংসদে বক্তব্য প্রদানকালে ক্ষমা চান সরকারে বিতর্কিত এই মন্ত্রী। লতিফ সিদ্দিকী বলেন, আজ আমার সমাপ্তির দিন। আজ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেব না। দেশবাসী যদি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি নতমস্তকে ক্ষমা চাচ্ছি।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিনকে উদ্দেশ্য করে লতিফ সিদ্দিকী বলেন, আপনার কাছে পদত্যাগপত্র দেয়া আছে। আপনি চাইলে পড়েও শুনাতে পারি। তবে স্পিকার বলেন, পড়ে শোনানোর প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, নেতার (শেখ হাসিনার) অভিপ্রায়ে আমি পদত্যাগ করছি। কারও বিরুদ্ধে আমার অভিযোগ নেই। পদত্যাগের পরও দলের অনুগত কর্মী হিসেবে থাকতে চাই।

নিউ ইয়র্কে পবিত্র হজ ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হন তিনি। দল থেকে বহিষ্কার হওয়ার পর তার সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়ে নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিয়ে লতিফ সিদ্দিকী ঘোষণা দিয়েছিলেন সংসদ থেকে তিনি পদত্যাগ করবেন।

এদিকে, সারাদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি ও ১ সেপ্টেম্বর থেকে কার্যকরের বিষয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াক-আউট করেছে সরকারের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।

 

নিউজবাংলা/একে