নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:

ঢাকা: আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ থেকে আকাশে তাজা গোলাবর্ষণের মহড়া। চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে ১৬ দিন চলবে এ মহড়া।

 

আইএসপিআর সূত্র জানায়, মহড়ায় বিমানবাহিনীর মিগ-২৯বি/ইউবি, এফ-৭বিজি/এফটি-৭ বিজি, এফ-৭ বিজিআই, এফ-৭এমবি/এফটি-৭বি এবং কে-৮ ডব্লিউ যুদ্ধবিমান অংশ নেবে।

মহড়ায় আকাশ থেকে আকাশে গোলাবর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন কৌশল, বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন এবং এর দুর্বলতাগুলো চিহ্নিত করে আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অনুশীলন করা হবে।

নিউজবাংলা/একে