নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:

ঢাকা: জল্পনাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। তার স্বজনদের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘মার্দানি’ তারকা রানির বৌদি ও ছোটপর্দার অভিনেত্রী জ্যোতি মুখার্জি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে রানি-আদিত্যর প্রথম সন্তান জন্ম নেবে আগামী বছরের জানুয়ারিতে।

মাস দুয়েক আগে ছুটি কাটাতে লন্ডনে যান রানি ও আদিত্য। সেখানে একটি পার্লারে বিশেষ ধরনের ম্যাসাজ নিতে দেখা যায় রানিকে। সাধারণত গর্ভাবস্থায় মহিলারা ওই ধরনের ম্যাসাজ নেন।

এ ঘটনার পরই রানি মা হচ্ছেন বলে জল্পনা শুরু হয়। এ বার রানির স্বজনদের পক্ষ থেকে বলা হলো- জল্পনা নয়; সত্যিই মা হচ্ছেন রানি।

লন্ডনে ছুটি কাটিয়ে গত সপ্তাহে মুম্বাই ফেরেন রানি ও আদিত্য। এরপর আবার বাইরে গেছেন তারা। তবে এবার কোথায় গেছেন তা পরিবারের বাইরে কেউ জানেন না।

গত বছরের এপ্রিলে বিয়ে করেন রানি-আদিত্য। বিয়ের অনুষ্ঠান হয় ইতালিতে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে। গণমাধ্যমকর্মীদের এড়াতেই দেশের বাইরে বিয়ের অনুষ্ঠান করেন তারা।

পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, রানি সন্তানসম্ভাবা হওয়ার খবরটিও তারা গণমাধ্যমে ফলাও করে প্রচার করতে চাইছেন না। সূত্র: বলিউডলাইফ ডটকম ও এবিপি আনন্দ

নিউজবাংলা/একে