কলকাতার ছবিতে গাইলেন পড়শি
নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: বাংলাদেশ মাতিয়ে এবার কলকাতার ছবিতে গান গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শী।
কলকাতার রাজিব বিশ্বাস পরিচালিত ‘ক্রাইম’ ছবিতে পড়শীর গান গাওয়ার খবরটি নিশ্চিত করেছেন কলকাতার জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ডাব্বু।
ডাব্বু বলেন, ‘কিছুদিন আগে পড়শী গানটিতে কণ্ঠ দেয়। ওর মধ্যে অনেক প্রতিভা আছে। অনেক ভালো গান করেন। তাই ওকে দিয়ে ছবিটিতে গান গাওয়ালাম’।
খ্যাতনামা গীতিকার প্রিয় চট্রোপাধ্যায়ের কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ডাব্বু।
ডাব্বুর সঙ্গীতায়োজনে পড়শী এর আগে ‘মেন্টাল’ ছবির গানে শানের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন।
নিউজবাংলা/একে